এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান
BSS Online
প্রকাশিত

রাজধানীর পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নির্ধারিত ভাষণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার তাঁর মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মঞ্চ থেকে নেমে হাসপাতালের পথে যাত্রা শুরু করেন।

এর আগে তিনি বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে আবেগঘন মুহূর্তে তিনি জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

তারেক রহমান গতকাল বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং লন্ডন বিএনপির কয়েকজন নেতা।

দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com