নির্বাচন বানচালের চক্রান্ত করছে ‘অদৃশ্য শক্তি’: গয়েশ্বর

নির্বাচন বানচালের চক্রান্ত করছে ‘অদৃশ্য শক্তি’: গয়েশ্বর
প্রকাশিত

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে অংশ নেন তিনি। উদ্বোধনের পর বিএনপির এ নেতা কথা বলেন, তখন তিনি এই অভিযোগ করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দেয়ার জন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি সরকারে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণ করবে বিএনপি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com