কেউ ভোট কিনতে চাইলে যুবকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : দেলাওয়ার

কেউ ভোট কিনতে চাইলে যুবকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : দেলাওয়ার
প্রকাশিত

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, যুবক-তরুণরা আর কোনো রাজনৈতিক নেতাদের দ্বারা ব্যবহার হবেন না। আপনারা নিজেদেরকে পরিবার এবং ঠাকুরগাঁওয়ের সম্পদ হিসেবে গড়ে তুলবেন। এই তরুণ-যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে কেউ যেন আর সন্ত্রাসী না বানাতে পারে। এদের হাতে মাদক তুলে দিয়ে কেউ যেন ধ্বংস করতে না পারে, তাদের নৈতিকতাকে নষ্ট করতে না পারে এ ব্যাপারে সকলেই সচেতন ও সজাগ থাকবেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ে এই ৫৪ বছরে অনেক এমপি-মন্ত্রী হয়েছেন। তারা যদি কেউ উদ্যোগ গ্রহণ করতেন তাহলে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হওয়ার সম্ভাবনা ছিল। কেউ কোনো উদ্যোগ নেয়নি। তারা শুধু নিজেদের নিয়ে চিন্তা করেছেন।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে কেউ যদি পেশিশক্তি ব্যবহার করতে চায়, কেউ যদি কালো টাকা ব্যবহার করে আমাদের ভোটের বাক্স ছিনতাই করতে চায়, কেউ যদি ভোট কিনতে চায় তাহলে যুবকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্ত্রাসমুক্ত নিরাপদ ঠাকুরগাঁও গড়ার জন্য আমাদের তরুণ-যুবক ভাইয়েরা অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।

যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, সামনের নির্বাচনে সকল দল মিলে আমরা নির্বাচন করবো। কিন্তু নির্বাচন যেনতেন হবে না। নির্বাচনের কেন্দ্র দখল হবে না। সকলে মিলে আনন্দের সাথে নির্বাচনে ভোট দিতে যাবে এই পরিবেশ আমরা দেখতে চাই, যাকে বলে লেভেল প্লেয়িং ফিল্ড। অতীতে আমরা নির্বাচনে দেখেছি কে কখন নির্বাচিত হয়ে যায়! প্রতিযোগিতার মাধ্যমে সে নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, নতুন বাংলাদেশের স্বপ্ন তারা বাস্তবায়ন করবে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com