ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে : রিজভী

ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে : রিজভী
প্রকাশিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইনকাম ট্যাক্স অফিসে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়। কারণ, বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে, তারা কেউ বিএনপির নয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে নয়া পল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি গড়বে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল।

এছাড়া বর্তমান সরকার সংস্কার করে দ্রুত নয় যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com