অনেক শাসন দেখেছি; এগুলো শাসন ছিল না, শোষণ ছিল: জামায়াত আমির

অনেক শাসন দেখেছি; এগুলো শাসন ছিল না, শোষণ ছিল: জামায়াত আমির
প্রকাশিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি; এগুলো শাসন ছিল না, শোষণ ছিল। আমরা চাই কোরআনের শাসন, শহীদি মৃত্যু।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় খুলনা দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির আরও বলেন, জালিম শাসকের হাতে যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিমান দুর্ঘটনা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক নিবেদন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এর আগে সকাল সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে মরহুম আবু সাঈদের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলার জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিএম আখতারুজ্জান। জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com