এনসিপির পর এবার জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি

এনসিপির পর এবার জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি
প্রকাশিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হচ্ছে রাজনীতির নতুন মেরুকরণ নতুন মোড়। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দিচ্ছে তার দল আমার বাংলাদেশ (এবি) পার্টি। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র জমা দনের পর ঢাকা গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, এরইমধ্যে আসন বণ্টন নিয়ে সমঝোতা আলোচনা হয়েছে। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি যৌথ অভিযান চালানো প্রয়োজন। এ ছাড়া তিনি নির্বাচিত হলে জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবেন বলেও জানান।

এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com