
২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রতিশ্রুতি দেন শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি ও স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার।
জুলাইয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ধরে রাখার দিকে দৃষ্টিপাত করেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেয় নেতারা। রাষ্ট্রকাঠামোকে পরিশুদ্ধ না করে ঘরে ফিরবেন না বলেও জানান শীর্ষ নেতারা।
সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার পাঠ করেন তিনি। রাষ্ট্র গঠনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি ও জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেবার অঙ্গীকার করেন। এছাড়া জুলাইয়ের গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, আওয়ামী লীগের সময়ে সংঘটিত সকল গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করবে বলে ঘোষণা দেন তিনি।
শুধু সরকার পরিবর্তনে ২০২৪ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম স্বপ্নের নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় পরিকল্পনা তুলে ধরে এনসিপি। ফ্যাসিবাদ দূর করার আন্দোলনে যুক্ত থাকা সব পক্ষকে স্মরণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।