নির্বাচনকে কন্টকাকীর্ণ করার চেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন আহমদ

নির্বাচনকে কন্টকাকীর্ণ করার চেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত

পতিত স্বৈরাচারের শক্তি নির্বাচনকে কন্টকাকীর্ণ করতে চায়। তবে সেই চেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মুসাব্বিরের পরিবারকে সমবেদনা জানিয়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছি। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না সেরকম কোনো শক্তি এর পেছনে আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জাতীয় ঘটনার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলেও তারা সফল হবে না, জনগণ তা প্রতিহত করবে।

তিনি বলেন, এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য সরকারকে আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুসাব্বিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com