

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে। তিনি বলেন, জরিপে বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে এবং মানুষের চিন্তাভাবনার সঙ্গেও এই ফলাফল মিল রয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের শীর্ষ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতিউর রহমান বলেন, এখন পর্যন্ত বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। জরিপের ফলাফল থেকে ধারণা করা যায়, তারা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে পারে এবং ক্ষমতায় আসতে পারে। তবে ভবিষ্যৎ ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে বিনয়ী আচরণ প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় দল-মত নির্বিশেষে যে সংহতি দেখা গেছে, তা ইতিবাচক এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
আগের ফ্যাসিবাদী শাসনামলের প্রসঙ্গ টেনে প্রথম আলো সম্পাদক বলেন, ওই সময় গণমাধ্যমকে মিথ্যা মামলা, সাংবাদিকদের কারাবরণ এবং মালিকানা ও সম্পাদক পরিবর্তনের মতো চাপের মুখে পড়তে হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি বলেন, তুলনামূলকভাবে বিএনপির শাসনামলে গণমাধ্যমের জন্য পরিবেশ ছিল স্বস্তিদায়ক। দেশের বড় রাজনৈতিক দল হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্বও বিএনপির রয়েছে।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় দেশের প্রায় সব শীর্ষ গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদও বক্তব্য দেন।