‘হাসিনা ডেঙ্গু’ বিদায় নিয়েছে আরেক ডেঙ্গু হাজির: রিজভী

‘হাসিনা ডেঙ্গু’ বিদায় নিয়েছে আরেক ডেঙ্গু হাজির: রিজভী

শেখ হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রকাশিত

দেশ থেকে ‘শেখ হাসিনা ডেঙ্গু’ বিদায় নিয়েছেন আরেক ডেঙ্গু হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ডেঙ্গু বিদায় নিয়েছে, আরেক ডেঙ্গু হাজির হয়েছে। এলাকায় অনেক জলাবদ্ধতা রয়েছে। শেখ হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল জনগণের টাকা মার আর বিদেশে পাচার করো।’

‘ম্যান পাওয়ার সিন্ডিকেট করে আওয়ামী সিন্ডিকেটবাজরা হাজার কোটি টাকা মেরে দিয়েছে। শেখ হাসিনা কিংবা তার পরিবারের বিরুদ্ধে কথা বললে তাদের কারাগারে পাঠানো হতো,’ যোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রিজভী বলেন, ‘ব্যবসায়ী গ্রুপগুলো সব টাকা নিয়ে গেছে, পাচার করেছে। নিত্যপণ্যের দর আকাশছোঁয়া। জনগণতো বলবেই, শেখ হাসিনার সময়ে জিনিসপত্রের দাম বাড়তো এখনও বাড়ছে। তফাৎটা কী? এ বিষয়ে  অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিতে হবে।’

হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তার বিষয়ে ট্র্যাইব্যুনালই ব্যবস্থা নেবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। তাই সরকারকে বলবো দ্রুত নির্বাচন দিন।’

পরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com