

গণসংহতি আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক সৌভিক করিম অর্জুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আগামীকাল ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০.৩০টায় ঢাকার আজিমপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। একইসাথে শ্রদ্ধা নিবেদন করবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
২০২৩ সালের ৭ নভেম্বর ঢাকার নিউ ইস্কাটনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হন আরিফুল ইসলাম ও সৌভিক করিম অর্জুন। আরিফুল ইসলাম গণসংহতি আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়োজিত ছিলেন সৃজনশীল প্রকাশনা শিল্পে। সৌভিক করিম অর্জুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সংগীত চর্চা ও গবেষণা করতেন।