তুরস্কের পররাষ্ট্র সচিব এ বেরিসের সঙ্গে বৈঠক করলেন বিএনপি মহাসচিব

তুরস্কের পররাষ্ট্র সচিব এ বেরিসের সঙ্গে বৈঠক করলেন বিএনপি মহাসচিব
প্রকাশিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্র সচিব এ বেরিস আকিঞ্জি।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলটির মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এদিকে তুরস্কের পররাষ্ট্রসচিব এ বেরিস আকিঞ্জির সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

বৈঠকে শেষে ধন্যবাদ জানান তুরস্কের পররাষ্ট্র সচিব এ বেরিস আকিঞ্জি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com