মোটরযান চালকদের জীবন-জীবিকার উন্নতির জন্য আইন প্রণয়ন জরুরি: রিজভী

মোটরযান চালকদের জীবন-জীবিকার উন্নতির জন্য আইন প্রণয়ন জরুরি: রিজভী
প্রকাশিত

উন্নত বিশ্বের মতো দেশেও মোটরযান চালকদের জীবন ও জীবিকার উন্নতির জন্য সরকারের আইন প্রণয়ন করা জরুরি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিদেশে টেক্সি চালিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়, যেখানে কোনো ভেদাভেদ নেই। পেশাকে ছোট নয়, সম্মান হিসেবে বিবেচনা করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশকে এমন পর্যায়ে নিতে হবে, যেখানে এমপি কিংবা উবার চালকের একই সম্মান থাকবে। তাহলে গ্রাজুয়েশন শেষ করে চাকরি না হওয়া পর্যন্ত যুবকরা উবার চালাবে। নিজের ও পরিবারকে সহযোগিতা করতে পারবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com