৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন

৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন
প্রকাশিত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দিনটিকে স্মরণীয় করতে রাখতে উদ্যোগ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) স্বৈরাচার পতন দিবস পালন করবে তারা।

রোববার (৩ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং আগামীতেও দেশকে যেকোনো স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনটি পালন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম স্বৈরাচার পতন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যবস্থাপনায় আয়োজিত দিনভর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ দলের শীর্ষ নেতারা।

৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বক্তব্য রাখবেন।

সেদিন সকাল ১০টায় সমাবেশ, দুপুর ১২টায় গণমিছিল এবং দুপুর আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। মাগরিবের পরে মাহফিল ও দোয়ার কার্যক্রম শুরু হবে। 

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শায়খ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষ উলামায়ে কেরামরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com