

ঢাকার হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১০ বছর পূর্তিতে আগামীকাল ৫ নভেম্বর ২০২৫ বুধবার দুপুর ১২টায় কর্মসূচি ঘোষণায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০০২ সালের ২৯ আগস্ট বেশ কয়েকটি গণসংগঠনকে নিয়ে একটি জাতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। ২০১৫ সালে রাজনৈতিক দল হিসাবে কাজ করার সিদ্ধান্ত নিয়ে ২৭-২৯ নভেম্বর তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তির নেতৃত্বশীল দল হিসেবে গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল আকারে আত্মপ্রকাশ করে। সম্প্রতি ৩১ অক্টোবর-২ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত দলের ৫ম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়। দলের নতুন কমিটির পরিচিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এই সংবাদ সম্মেলনে।
এই সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি/সাংবাদিক ও একজন আলোকচিত্রী/ক্যামেরাপার্সন পাঠিয়ে সংবাদ সম্মেলন সফলে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি