কারও মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়: মির্জা ফখরুল

কারও মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়: মির্জা ফখরুল
প্রকাশিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, কারও মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটি নির্বাচন কমিশনের (ইসি) বিষয় দলটির ।

তিনি বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য বলেই অযথা ধানের শীষকে নিয়ে টানাটানি করা হচ্ছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই পথ—সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। যতই সংস্কার করি না কেনো, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে না পারবো, ততক্ষণ গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয়। দোষারোপ করা হলেও বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যাচার করে কোনো লাভ হবে না। নির্ধারিত সময়েই নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না। আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে—বিএনপি তা বরদাস্ত করবে না। নির্বাচনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে, অন্যথায় জনগণ তা মেনে নেবে না।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com