সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনতে ভারত সরকার প্রত্যেকবার আশ্বাস দিলেও কেন তা বাস্তবায়ন হচ্ছে না, জানতে চায় জামায়াত। গ্রাফিক্স : দ্যা মেট্রো টিভি

প্রকাশিত

রোববার (৯ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ হয়।

বিবৃতিতে বলা হয়, ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস নিহতের শোক কাটতে না কাটতেই আবার ৮ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোর নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। ভারতের এ আচরণে বাংলাদেশের জনগণ মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে ও বিনা কারণে গুলি করে হত্যা করছে। এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে জামায়াত আরও বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করবো ভারত সরকার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করবে। সেই সঙ্গে নিহত কিশোর জয়ন্ত সিংহ ও কিশোরী স্বর্ণা দাসের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com