নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতসহ ৮ দলের

নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতসহ ৮ দলের
প্রকাশিত

গণভোটসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত দলগুলোর নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়া হবে। এছাড়া আগামী সোমবার (৩ নভেম্বর) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

নেতৃবৃন্দ বলেন, গণভোট ছাড়া জুলাই জাতীয় সনদ আইনগত ভিত্তি পাবে না। তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, কালো টাকার ব্যবহার, কেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোট জালিয়াতি বন্ধ করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। যোগ্য সংসদ সদস্য নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, তবে কিছু রাজনৈতিক দল গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তনের দাবি তুলেছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com