পাচার হাওয়া অর্থ দিয়ে দেশে চারটি বাজেট করা যাবে: ছাত্রশিবির সভাপতি

পাচার হাওয়া অর্থ দিয়ে দেশে চারটি বাজেট করা যাবে: ছাত্রশিবির সভাপতি
প্রকাশিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে।

শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যন্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত উপজেলার সকল স্কুল ও মাদরাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ছাত্রশিবির সভাপতি বলেন, রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে। তুমি কোন পরিবারে, কোন বংশে জন্ম নিয়েছ, তা বড় বিষয় না। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবে তোমার স্বপ্ন পূরণে করতে হবে। তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।

তিনি বলেন, ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ এর চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী।

এছাড়া জেলা-উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপজেলার প্রায় চার হাজার কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com