
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বলতে খুব বেশি কিছু নাই। সবাই মিলে কো-অপারেট করছে বলে চলছে। আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা।’ গতকালই এক বড় ব্যবসায়ী আমাকে এ তথ্য দিয়েছেন।
শনিবার ২৬ জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পুলিশে কোনো পরিবর্তন হয়নি। তারা একবার বলে মিলিটারির কাছে যান। আরেকবার বলে কোর্টে যান। এভাবে পুলিশ তাঁর দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ তো আর সেই পুলিশ না, যারা প্রত্যয়ের সাথে কাজ করতে পারে। তারা তো নিজেরাই বিগত সরকারের সব অপকর্মের সাথে জড়িত ছিল। ফলে রাতারাতি সব কিছু বদলে ফেলা সম্ভব না।
সংস্কার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এ জন্য সময় লাগবে। এ জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।