
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করে বলেছেন, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়। ইসলাম মানবকল্যাণের ধর্ম, যা বিভাজন নয়; ঐক্যের আহ্বান জানায়। দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই সেটা ইসলামী দল হয় না।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শুধু রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দীনকে ব্যবহার করা উচিত নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভক্তি থাকবে না।’
তিনি বলেন, ‘বিএনপি ইসলামবিদ্বেষী এটা একটি অপপ্রচার। আসলে আলেম ও ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগেরই পতন হয়েছে। বিএনপি সবসময় আলেম-ওলামা ও ইসলামপ্রেমী মানুষের পাশে আছে।’
সবাইকে আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক স্বার্থে কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে। আমাদের ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির পথ।’
এ সময় মাদরাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন।