অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি: এবি পার্টি চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি: এবি পার্টি চেয়ারম্যান
প্রকাশিত

ক্ষমতায় থাকলেও অন্তর্বর্তী সরকারের কোনও কর্তৃত্ব নেই। এই সরকার গণ-অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২৭ জুন) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচির বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অনেক দলই ভাবছে দেশের চলমান অস্থিরতা নির্বাচনের মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে বাস্তবে এমন ভাবনার যৌক্তিকতা নেই। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ না হলে দেশের স্থিতিশীলতা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, জিয়াফত, স্মারকলিপি প্রদান এবং প্রামান্য চিত্র প্রদর্শন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com