সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন: ডা. তাহের

সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন: ডা. তাহের
প্রকাশিত

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

এ সময়, রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর নেতাদের জাতিসংঘ সফর বলেও জানান তিনি।

ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, যারা সংস্কারে বাধা দিচ্ছে বা নির্বাচন বিলম্বিত করছে তাদের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এ সময়, সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ভ্রমণ

ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয়ে বলেন, এমন কোনো বৈঠক হয়নি। এ সময়, রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অপরদিকে, প্রবাসীরা যাতে বিদেশে বসে সহজে ভোট দিতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামায়াতের এ নায়েবে আমির।

উল্লেখ্য, ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কের যান পাঁচ রাজনৈতিক নেতা।

তাদের মধ্যে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com