আসন্ন নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়: নুরুল হক

আসন্ন নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়: নুরুল হক
প্রকাশিত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলায় মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, আসন্ন নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে প্রচার-সমাবেশ চালানোর সুযোগ পায়। একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাসযোগ্য একটি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যেই ২৪-এর জুলাইয়ে গণ আন্দোলন হয়েছিল।

তিনি বলেন, কারও আচরণ ও কর্মকাণ্ডে যেন আগের স্বৈরাচারী শাসনের মতো কোনো আচরণ পরিলক্ষিত না হয়। কারণ সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার দাপটে বিএনপি চেয়ারপারসনকে জেল হাজতবাস করিয়েছেন, জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছেন, দেশকে তার নিয়ন্ত্রণে রেখেছেন, আদালত তারও ফাঁসির আদেশ দিয়েছেন। আজকে যদি কেউ মনে করে আমরা অনেক বড় নেতা হয়ে গেছি এলাকায় আধিপত্য বিস্তার করতে হবে তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এই দেশের সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায় যত বড় হোমড়া চামড়া হোক, কেউ পাত্তা পাবে না।

নুর বলেন, দীর্ঘ আন্দোলনে তরুণদের আত্মত্যাগের পর অর্জিত গণতান্ত্রিক বিজয়কে ধরে রাখতে দলীয় কর্মীদেরর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।

এ সময় গণ অধিকার পরিষদ দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে এসময় কেন্দ্র জেলা ও উপজেলার নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com