বাংলাদেশের বিজয়কে বিকৃতি করেছেন নরেন্দ্র মোদি: আখতার

বাংলাদেশের বিজয়কে বিকৃতি করেছেন নরেন্দ্র মোদি: আখতার
প্রকাশিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি শেষে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে তাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আখতার বলেন বলেন, “আসন্ন নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের নির্বাচন নয়; এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা সেই লক্ষ্যেই ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাব।”

নির্বাচনী পরিবেশ নিয়েও কঠোর সমালোচনা করে দলটির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা হাদির ঘটনায় সহমর্মিতা চাই না, বিচার চাই।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দেয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে জবাবদিহির আওতায় আনা উচিত।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com