

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।
তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বিদেশ যাওয়ার মতো না। তাই তার বিদেশ যাওয়া কিছুটা বিলম্ব হচ্ছে। তাকে এখনই যুক্তরাজ্যে নেওয়া যাচ্ছে না।
শনিবার (৬ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের প্রধান গেইটের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নয়ে ব্রিফ করেন।
ডা. এ জেড এম জাহিদ বলেন, ১২-১৪ ঘন্টা ফ্লাইটে অবস্থান করা একজন অসুস্থ মানুষের জন্য সহজ নয়। মেডিকেল বোর্ড যখন তার স্বাস্থ্যের অবস্থা বিদেশে নেওয়ার মতো দেখবে তখনই তাকে বিদেশে নেওয়া হবে।
তিনি বলেন, বেগম জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। অন্তর্বর্তী সরকারসহ সব রাজনৈতিক দল আমাদের নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে অনেক রকম গুজব ছড়িয়ে পড়ছে। আমি আপনাদের অনুরোধ করব এসব গুজবে কান না দিতে।