নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা
প্রকাশিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ জন কেন্দ্রীয় নেতাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এ কারণে তাদের পূর্ববর্তী দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক এবং বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে এই নেতাদের নেতৃত্বে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com