এখনো ঢাকায় আসেনি জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’

এখনো ঢাকায় আসেনি জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’
প্রকাশিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনা নিয়ে তদন্ত করতে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দলের’। কিন্তু অনিবার্য কারণে তাদের সফরটি পিছিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুএকদিনের ভেতর ফ্যাক্ট ফাইন্ডিং দল ঢাকায় আসবে।

শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অণুবিভাগের শীর্ষ কর্মকর্তা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা কালবেলাকে জানান, আজ তারা (ফ্যাক্ট ফাইন্ডিং দল) আসেনি। তাদের আসার কথা ছিল। সেটা পিছিয়েছে। কিন্তু কী কারণে তাদের সফর পিছিয়েছে সেটি তিনি পরিষ্কার করেননি।

তিনি বলেন, সব ঠিক থাকলে হয়তো দুই একদিন পর তারা আসবে। তারপর তার তাদের কার্যক্রম শুরু করবে।

সূত্রে বলছে, সফরে আসা দলটি গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে। ঘটনাগুলোর কারণ (রুট কজ) পর্যালোচনা করবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে।

এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আট শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৫০ জন সদস্য নিহত হয়েছেন। আন্দোলনের সময় হতাহতের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com