এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে : সারজিস আলম

এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে : সারজিস আলম
প্রকাশিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হলে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে পারবে এনসিপি। এজন্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার কাজ চলছে।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। যারা অতীতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে, তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়, তাহলে এনসিপি জোট গঠনের ব্যাপারে ইতিবাচক থাকতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমাদের শাপলা প্রতীকের বদলে শাপলা কলি দিয়ে কমিশন স্বেচ্ছাচারিতা করেছে। আমরা শাপলা কলি নিয়েই নির্বাচন করছি, তবে কমিশন একই আচরণ করলে তাদের ওপর আস্থার সংকট তৈরি হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ অন্যরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com