
এই মহূর্তে বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা সেখানে গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে।
জানা গেছে, কক্সবাজারের সি পার্ল হোটেলে ঢাকায় নিযুক্ত পিটার হাসের সঙ্গে বৈঠক করবেন। তবে কী বিষয়ে বৈঠক করবেন এখনও জানা যায়নি।
এনসিপির চার নেতা হলেন- সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা , খালেদ সাইফুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ।
মুঠোফোনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এটা তাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তা পরোটাই গুজব। আমরা এমন মিটিং বিষয়ে কিছুই জানি না।
এদিকে জুলাই শহীদদের সম্মরণে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সেখানে আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে এনসিপির শীর্ষ নেতারা এই মহূর্তে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতে কক্সবাজার রয়েছেন। প্রশ্ন ওঠেছে আজ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবে তো এনসিপি?