বাহাত্তরের সং‌বিধা‌নে সবার নাগ‌রিক মর্যাদা নাই: না‌হিদ ইসলাম

বাহাত্তরের সং‌বিধা‌নে সবার নাগ‌রিক মর্যাদা নাই: না‌হিদ ইসলাম
প্রকাশিত

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব‌লেছেন, বাংলা‌দে‌শের স্বাধীনতা যু‌দ্ধের পর ১৯৭২ সা‌লের যে সং‌বিধান তৈ‌রি হ‌য়ে‌ছে তা আমা‌দের জা‌তি‌গো‌ষ্ঠীর সবাইকে অর্ন্তভুক্ত কর‌তে পারেনি। সকল‌কে নাগ‌রিক মর্যাদা দি‌তে পা‌রেনি। তাই প্রথম থে‌কেই এ সং‌বিধান ছিল ফ্যাসিস্ট সং‌বিধান।

শ‌নিবার রাতে ‌বান্দরবান প্রেসক্লা‌বের সাম‌নে এন‌সি‌পি আয়ো‌জিত জুলাই পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় তি‌নি আরেও ব‌লেন, আমরা সবাই এখন এক‌টি ঐক্যবদ্ধ স্থা‌নে এসে পৌ‌ছে‌ছি। এত‌দিন জা‌তিগত বিভাজ‌নের ফ‌লে নানা সমস্যার সমাধান হয়‌নি। তাই এ সমস্যার সমাধা‌নে আমরা সকল জন‌গো‌ষ্ঠীর সাংস্কৃ‌তিক, ধর্মীয় অ‌ধিকার রক্ষায় কাজ কর‌বো।

তি‌নি ব‌লেন, যারা গণহত্যা ক‌রে‌ছে, অ‌ধিকার হনন ক‌রে‌ছে তার বিচার অবশ্যই এ মা‌টি‌তেই করা হ‌বে। সাম‌নের দিনগু‌লো‌তে আবা‌রেও কোন ধর‌নের সমস্যার সৃ‌ষ্টি কর‌লে আবা‌রও আন্দোলন করা হ‌বে। এ দে‌শে আর কোন বিভাজন সৃ‌ষ্টি কর‌তে দেয়া হ‌বে না।

বান্দরবা‌নের দীর্ঘদি‌নের ভূ‌মি সমস্যা, পা‌নি সংকটসহ সকল ধর‌নের সমস্যা নিরস‌নে কাজ করারও আশাবাদ ব্যক্ত ক‌রেন তি‌নি।

এসময় মূখ্য সম্পাদক আছা ইম সা‌য়েম হো‌সেন ও জেলা ক‌মি‌টির যুগ্ম সমন্বয়ক লুক চাকমার সঞ্চালনায় পথসভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জোবা‌য়েরুল হাসান আরিফ, সদস্য স‌চিব আখতার হো‌সেন, ‌সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শার‌মিন, নাসির উদ্দিন পাটোয়ারী, পার্বত্য চট্টগ্রা‌ম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, চট্টগ্রাম মহানগর ও জেলা অঞ্চ‌লের তত্ত্ব‌বধায়ক বান্দরবা‌নের জেলা প্রধান সমন্বয়ক শ‌হীদুর রহমান সো‌হেলসহ দলের নেতারা।

উল্লেখ্য, গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা জেলা থেকে আনুষ্ঠানিকভাবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনের ঘোষণা করেন নাহিদ ইসলাম।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com