আ. লীগের সাথে আঁতাত করে ভোট বানচাল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারি ফারুকের

আ. লীগের সাথে আঁতাত করে ভোট বানচাল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারি ফারুকের
প্রকাশিত

আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

জামায়াতকে রাজনেতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা আরও বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। কখনও পিআর, কখনও গণভোট, না হলে নির্বাচনে যাবো না— এমন দাবি থেকেও সরে আসার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

জনগণ ভোট দিতে পারলে তার দল বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে বলে মনে করেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com