শাপলা প্রতীক না পেলে কীভাবে নির্বাচন হয় দেখে নেব: সারজিস আলম

শাপলা প্রতীক না পেলে কীভাবে নির্বাচন হয় দেখে নেব: সারজিস আলম
প্রকাশিত

এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। নাহলে কোনো নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নিব'—পছন্দের প্রতীক না পাওয়ার প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না—ইসি সচিবের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।

সারজিস আলম তার পোস্টে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, 'ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।'

তিনি আরও বলেন, 'যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?'

এর আগে আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ইসির সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, 'আমাদের ১১৫টি প্রতীকের যে শিডিউলটা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে সংরক্ষিত প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে।' এ সময় তিনি এনসিপিকে সংরক্ষিত তালিকা থেকে বিকল্প একটি প্রতীক বেছে নেওয়ার প্রস্তাব দিতে বলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com