বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মাহবুব জুবায়ের

বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মাহবুব জুবায়ের
প্রকাশিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবে রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক প্রতিশ্রুতি ও সদিচ্ছা নিয়ে অংশ নেয়, তাহলে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন তিনি।

শুধু আইনকানুন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুন্দর মন-মানসিকতা না থাকলে কার্যত কোনো সুফল মিলবে না বলে যোগ করেন মাহবুব জুবায়ের।’

তিনি বলেন, এখন আর কালো টাকা ও মাসল পাওয়ার দিয়ে ইচ্ছেমতো ফলাফল প্রভাবিত করা আগের মতো সম্ভব নয়।

আশঙ্কা প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আগামীর রাজনীতি, নির্বাচন ও নির্বাচনী পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে যদি সমাধান না আসে, তবে তা জাতির জন্য এক গভীর বিপর্যয় ডেকে আনবে।

জুবায়ের মনে করেন, কোনো রাজনৈতিক দলের মধ্যে ‘নির্বাচনে জিততেই হবে, ক্ষমতায় যেতেই হবে’–এই মানসিকতা থাকলে তা গণতন্ত্রের জন্য শুভ নয়। ‘নির্বাচনে প্রতিযোগিতা থাকবেই, তবে আগামীর বাংলাদেশ সবার–এই মানসিকতা সবার মাঝে থাকতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com