এই সপ্তাহে হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা: সালাহউদ্দিন

এই সপ্তাহে হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা: সালাহউদ্দিন
প্রকাশিত

এই সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চকরিয়ায় ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় সালাহউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র বিজয়ী নির্বাচনের জন্য নয়; এটি হবে এমন একটি নির্বাচন যা সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। জনগণ নিজেরাই তাদের ভোট পাহারা দেবে; এখানে অন্য কারো প্রয়োজন হবে না।’

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৬–১৭ বছর দেশের মানুষ আওয়ামী সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নামমাত্র সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলেও বাস্তবে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বা মানুষের প্রতি প্রকৃত আস্থা বা দায়বদ্ধতা কখনোই দেখাননি। তিনি নাকি বাংলাদেশের মানুষের সেবক না হয়ে বরং একটি পার্শ্ববর্তী দেশের স্বার্থরক্ষায় কাজ করতেন—ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা এবং দেশকে অন্যের প্রভাবাধীন করে ফেলা।’

সালাহউদ্দিনের দাবি, ‘জনগণের গণভোটসদৃশ প্রত্যাখ্যানের পর দেশত্যাগ করায় শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন যে তিনি এই দেশের মানুষের কেউ নন।’

এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই।

এ দিকে বিকেলে তিনি ধারাবাহিকভাবে চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com