নতুন কমিটি পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

নতুন কমিটি পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
প্রকাশিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেওয়া হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রশিবিরের প্রচার বিভাগ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারা দেশের সব সদস্য অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম অধিবেশন সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্য দেওয়া হবে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ মেহমান ও বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে।

স্বল্প বিরতির পর দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেওয়া হবে। সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলনের কার্যক্রম শেষ হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com