নির্বাচনে কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করবেন: হাসনাত

নির্বাচনে কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করবেন: হাসনাত
প্রকাশিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা কেন্দ্র পাহারা দেবেন। কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বারে ভিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

টাকার কাছে ভোট বিক্রি না করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কোনো প্রার্থী টাকা নিয়ে আসলে, তাদের প্রত্যাখ্যান করবেন। নেতাকে যদি একদিন ভোটারদের পেছনে টাকা নিয়ে ঘুরতে হয় তাহলে নেতার পেছনে আপনাকে পাঁচ বছর টাকা নিয়ে ঘুরতে হবে।

তিনি আরও বলেন, এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য, সিয়ামরা যে কারণে রক্ত দিয়েছে, সেই কারণে আমরা এবার ভোট দেবো। এবার দুইটি ব্যালট থাকবে। একটি ভোটের আরেকটি গণভোটের।

এসময় দুর্নীতি-টেন্ডারবাজি ও মামলাবাজদের বিরুদ্ধে ভোট দিতে আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com