যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নুর

যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নুর
প্রকাশিত

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করেন না। জনগণ তা ভেঙে দিবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে গণঅধিকার পরিষদ যশোর জেলা শাকার এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে এমনটি যারা ভাবছে তারা মুর্খের স্বর্গে বাস করছে মন্তব্য করে তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।তাই যারা ছোট অপরাধ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করবো। যারা লুটপাট, গুম খুন, ভিন্নমত এবং বিরোধী রাজনীতির করার কারণে হামলা নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপানারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে আর একটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্নমত থাকবে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দিবে না।

নুর বলেন, মাঝেমধ্যে আপনারা পলাতক নেত্রী নেতাদের কথামতো ফণা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন; এটা ভুল করছেন। আপনারা যদি রাজনীতি করতে চান, তাহলে অন্য দল করেন। বিএনপি, জামায়াত গণঅধিকার এনসিপি যে দল ভালো লাগে সেই দল করেন। কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগে রাজনীতি আর আমরা ফিরতে দেওয়া হবে না।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, শুধু সংস্কারের আলাপ, ঐকমত্য কমিশনের দুই মাস আলাপ করলাম। কিন্তু কোনও কাজের কাজ হয়নি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতের প্রতিফলন হয়নি। জুলাই সনদে জনআকাঙ্খা পুরণ না হলে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না। এ সময় রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থের কিছু মত ছাড় দিয়ে হলেও সবাইকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com