একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে: তাহের

একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে: তাহের
প্রকাশিত

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তাহের বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা। কিন্তু কোনো একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনকে একটি দল চাপ দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে কমিশনকে। আমরা বলতে চাই কোনো চাপের মাধ্যমে নয়, আইন অনুসারে কোনো দলের প্রার্থী অবৈধ হলে তা বাতিল করতে হবে।

এসময় অনেক ডিসি ও এসপি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বলেন, ইসিকে এ বিষয়ে নজর দিতে হবে।

বিএনপিকে নিয়ে তাহের বলেন, তারা মনে করেছিল লন্ডন থেকে তাদের লিডার আসলেই সব পরিবর্তন হবে, কিন্তু তা হয়নি।

জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সম্মানে জামায়াতে ইসলামী সেখানে কোনো প্রার্থী দেবে না বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। প্রধান উপদেষ্টা তাতে সম্মতি দিয়েছেন।

প্রসঙ্গত, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com