নির্বাচন অনিশ্চিত হলে অভ্যুত্থানের অর্জন বিষাদে রূপ নেবে: সাইফুল হক

নির্বাচন অনিশ্চিত হলে অভ্যুত্থানের অর্জন বিষাদে রূপ নেবে: সাইফুল হক
প্রকাশিত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে গণ-অভ্যুত্থানের অর্জন বিষাদে পরিণত হবে। যারা ভোট ভন্ডুল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয় এমন কোনো এজেন্ডা উত্থাপন করা উচিত নয়। রাজনৈতিক প্রতিযোগিতার নামে পতিত স্বৈরাচারের জমিন প্রস্তুত করা হলে হানাহানি, সন্দেহ ও বিভেদ বাড়বে। পরাজিত শক্তি এর সুযোগ নেবে।

তিনি আরও বলেন, গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কিছু ধারার প্রস্তাব জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এ সময় সরকারকে সোজা রাস্তায় হাটতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com