নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
প্রকাশিত

গণভোটে বিএনপির সমর্থন সত্ত্বেও সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়— এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে প্রয়োজনীয় যে সংস্কারের কথা আজকে বলা হয়, সেই সংস্কারের সূচনা করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা 'নোট অব ডিসেন্ট' দিয়েছে, তা জুলাই সনদে লিপিবদ্ধ করা উচিত। জিয়া তার সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশে নতুন স্বনির্ভরতার পথ তৈরি করেছিলেন। এ সময় তারেক রহমানের দেয়া সংস্কারের কাজই ঐকমত্য কমিশন শুরু করে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ভোট বানচালের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। কয়েকটি দল একজোট হয়ে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল কয়েকটি ছোট দলকে নিয়ে জোট গঠন করেছে, যারা নির্বাচনের আগেই সরকারকে গণভোট আয়োজনের জন্য চাপ দিচ্ছে।

গণভোট ইস্যুতে দলীয় অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে—গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে। দেশের মানুষ আর কোনো প্রহসনের সুযোগ দেবে না।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কাকরাইল, মালিবাগ, মৌচাক ও বাংলামোটর অতিক্রম করে কারওয়ানবাজারে এসে শেষ হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com