নতুন বাংলাদেশে গুম-খুনের ঠাঁই হবে না: সামান্তা

নতুন বাংলাদেশে গুম-খুনের ঠাঁই হবে না: সামান্তা

প্রকাশিত

নতুন বাংলাদেশে গুম-খুনের কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, গুম, খুনসহ সব নির্যাতনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে চাইলেই আর কোনো রাজনৈতিক দল স্বৈরাচার হতে পারবে না। এমন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, গেল ১৭ বছর ধরে যে গুম-খুন হয়েছে–নতুন বাংলাদেশে তার ঠাঁই হবে না। স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যাতে পরবর্তী সময়ে এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে সবাইকে আওয়াজ তুলতে হবে।

অনুষ্ঠানে এনসিপির নেতারা বলেন, ১৭ বছরের নির্যাতিতদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কথা বলা উচিত।

এ ছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের বিরুদ্ধে যে মামলাগুলো এখনও নেয়া হয়নি, সেগুলো এখতিয়ারভুক্ত করে বিচার এবং সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি তোলেন এনসিপি নেতারা।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com