প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে: ইসলামী আন্দোলন

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে: ইসলামী আন্দোলন
প্রকাশিত

নির্বাচন যেদিনই হোক প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপর হতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে পুরোনো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সুষ্ঠু নির্বাচন না হলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার শঙ্কাও প্রকাশ করেন তিনি।

এ সময় বক্তারা আসন্ন জাতীয় মহাসমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রচার কাজে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ।

হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, আমরা মনে করি, বিপ্লবের পরে স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হয়। অপরাধী যত বড়ই হোক বা তার পাপের পাল্লা যত ভারি হোক তার বিচার আইনের মাধ্যমেই হতে হবে এবং আইন প্রয়োগে অবশ্যই বিদ্যমান রীতি-নীতির কঠোর অনুসরণ করতে হবে। পতিত স্বৈরাচারের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে। অতীতের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com