পিআর পদ্ধতিতে নির্বাচন জটিলতা তৈরি ছাড়া কোনো উদ্দেশ্য নেই: রিজভী

পিআর পদ্ধতিতে নির্বাচন জটিলতা তৈরি ছাড়া কোনো উদ্দেশ্য নেই: রিজভী
প্রকাশিত

গরীব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না-এ কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে হলে এখনও বাংলাদেশ ততটা প্রস্তুত না। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই বলেও জানান।

বুধবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেয়ার কারও অধিকার নেই।

জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যতবড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে-এ কথা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, উস্কানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায় সরকারের এটা নিশ্চিত করতে হবে। এই কালচারে অনেক সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়ার চেষ্টা করছেন।

আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনও যেতে পারিনি, গরীব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না-এ কথা জানিয়ে রিজভী বলেন,

এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে হলে এখনও বাংলাদেশ ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই।

তিনি আরও বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে যারা অপরাধ করছেন বলে প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে তৎক্ষনাৎ ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারও করা হচ্ছে।

সামনে নির্বাচন বলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন। মাস্টারপ্ল্যান করছেন। নিজেদেরকে আড়াল করে, নানা কল্পকাহিনী তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, কূট-কৌশল ও নীল নকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

আগামী শুক্রবার (১৫ আগস্ট) দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com