৫ শতাংশ মানুষের কাছে দেশের ৮০ শতাংশ সম্পদ : সাদ্দাম

৫ শতাংশ মানুষের কাছে দেশের ৮০ শতাংশ সম্পদ : সাদ্দাম
প্রকাশিত

৫ শতাংশ মানুষের কাছে দেশের ৮০ শতাংশ সম্পদ বন্দি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, চট্টগ্রামের এস আলম গ্রুপ একাই ১২টি ব্যাংক লুট করছে। মানুষের আমানতের টাকায় তার আত্মীয়-স্বজনের নামে একের পর এক ইন্ডাস্ট্রি খুলে একেবারে গিলে নিচ্ছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আগে ডাকাতি করতে বন্দুক নিয়ে যেতে হতো, এখন শুধু ব্যাংক খুললেই হয়। ব্যাংক খুলে বসে থাকে, মানুষ টাকা জমা দেয়, তারপর সব লুট করে বিদেশে পাচার করে।

আয় বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের ইনকাম ডিসপার্সন এতটাই ভয়াবহ যে কল্পনাও করা যায় না। পৃথিবীতে আমরা ১৪০-১৫০তম অবস্থানে আছি আয় বৈষম্যের ক্ষেত্রে।

শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব ও শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ আলী।

এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, ইরামনাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক আশিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমেন, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।

শাখা ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের টিশার্ট, বই-প্যাড, ওয়ালমেট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com