গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম নিজেদের অফিসিয়াল পত্রে বিবৃতি দিল বাংলাদেশ ছাত্রলীগ।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
এদিকে বেশ কয়েকদিন ধরেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদের বিক্ষোভ সমাবেশ করে আসছে ছাত্র সমাজ।
১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন বিকেল থেকে রাতের মধ্যে এ দুই হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে জাবিতে নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।
প্রসঙ্গত, ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। তারা এখন কোথায় আছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।