
গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বিএনপি। দেশে যে রাজনৈতক সংকট তৈরি হয়েছে তার জন্য তিনি শতভাগ দায়ী। এবিএম খায়রুল হককে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর।
রাজনৈতিক সংকট তৈরিতে নিঃসন্দেহে এবিএম খায়রুল হক দায়ী ছিলেন, তার কী ধরনের শাস্তি চান, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এরজন্য তিনি শতকরা একশত ভাগ দায়ী। তবে এটা তো (শাস্তির বিষয়টা) আমার বলা ঠিক হবে না আইনগতভাবে যে বিধানগুলো আছে তা দেখে তাকে প্রসিকিউট করে সেই বিধান নিশ্চিত করতে হবে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে সেই জায়গা ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।
মির্জা ফখরুল বলেন, এবিএম খায়রুল হকের রায়ের পরপরই তত্ত্বাবধায়ক বিধানটা বাতিল হলো এবং যেটা বাংলাদেশে পরবর্তীকালে যতরকমের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে আশা করি।
মির্জা ফখরুল বলেন, আর আমরা মনে করি, বিচার বিভাগ সবচেয়ে বড় জায়গা যেখানে মানুষের আস্থা থাকে সেই আস্থার জায়গাটা উনি ধ্বংস করেছেন। শুধু তার রাজনৈতিক চিন্তাভাবনার কারণে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি।