আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রকাশিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে গণসংহতি আন্দোলন-জিএসএর হাতিরপুল কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫।

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেখানে দুর্নীতি প্রতিরোধ অত্যন্ত জরুরি পদক্ষেপ। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, শাসনব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে, তার আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন শক্তিশালী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এই বিষয়ে গণসংহতি আন্দোলন-জিএসএর বক্তব্য তুলে ধরা হবে আগামীকালের সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পুসহ দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠান থেকে একজন প্রতিনিধি/সাংবাদিক ও একজন আলোকচিত্রী/ক্যামেরাপার্সন পাঠিয়ে এই কর্মসূচি প্রচারে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com