এনসিপিসহ তিন দলের সমন্বয়ে আসছে নতুন জোট, বিকেলে ঘোষণা

এনসিপিসহ তিন দলের সমন্বয়ে আসছে নতুন জোট, বিকেলে ঘোষণা
প্রকাশিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ— এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে নতুন যে জোটের ঘোষণা আসতে যাচ্ছে, সেখানে গণ অধিকার পরিষদ থাকছে না বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। জোটের অন্য ২টি দল হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে 'জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য'৷

এর আগে, নভেম্বরের শেষ দিকে একটি নির্বাচনী জোটের আলোচনা সামনে আসে। সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি জোট গড়ার আলোচনা শোনা গিয়েছিল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com