নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকাস্থ দূতাবাসে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে ২০০ আসনে বিজয় হলেও একই সিদ্ধান্ত থাকবে। জামায়াত আমির বলেন, নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে। এ সময় তিনি আরও বলেন, জামায়াত কখনো ধর্মকে ব্যবহার করে না। যারা নির্বাচনকালে তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মের ব্যবসা করে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com